বাজিস-৩ : শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী

121

বাজিস-৩
সেনাবাহিনী-খাদ্য সহায়তা
শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী
শরীয়তপুর, ২৩ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ জেলার দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন মানুষের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শরীয়তপুর ইউনিটের অধিনায়ক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বাসস’কে জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দায়িত্ব পালনসহ প্রতিদিন খেটে খাওয়া কর্মহীন খাদ্য সহায়তা না পাওয়া অসহায় পরিবারগুলোর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
তিনি জানান, দুর্গম চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন ও অসহায় যে সব পরিবারের কাছে সহায়তা পৌঁছেনি ওই কর্মহীন মানুষদেরকে সেনা সদস্যরা খুঁজে বের করছে, আর নীরবে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। এ পর্যন্ত মোট ৯৯৯ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত তাদের এ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।
বাসস/সংবাদদাতা/১১৫৭/কেজিএ