বাজিস-৪ : নাটোরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

165

বাজিস-৪
নাটোর-বৃক্ষমেলা
নাটোরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু
নাটোর, ১৬ জুলাই, ২০১৮ (বাসস) : ‘অপতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্য বিষয়ে আজ সোমবার থেকে নাটোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশ ইতোমধ্যে খাদ্য নিরাপত্তা অর্জন করেছে। এখন নিরাপদ খাদ্য উৎপাদনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন দেশীয় ফল মানুষকে পুষ্টি সরবরাহ করছে। তাই নিরাপদ খাদ্য, পুষ্টিকর খাদ্যের সরবরাহকারী হিসেবে ফলদ বৃক্ষ রোপন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমির আকতার বানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলিপ কুমার দাস। সভা প্রধানের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি।
উদ্বোধনী অনুষ্ঠানে দুইশ’টি ফলদ গাছের চারা বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। মেলায় সরকারী ও বেসরকারী পর্যায়ে মোট কুড়িটি স্টল প্রদর্শিত হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৭১৫/মরপা