বাসস বিদেশ-৩ : ফ্রান্সে করোনাভাইরাসে নতুন করে ৫৪৪ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা দাঁড়ালো ২১,৩৪০ জনে

203

বাসস বিদেশ-৩
ভাইরাস-ফ্রান্স-মৃত্যু
ফ্রান্সে করোনাভাইরাসে নতুন করে ৫৪৪ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা দাঁড়ালো ২১,৩৪০ জনে
প্যারিস, ২৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ফ্রান্স বুধবার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে নতুন করে আরো ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা নতুন করে হ্রাস পেয়েছে। খবর এএফপি’র।
ফ্রান্সের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জারোম সালোমন সংবাদিকদের বলেন, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন মোট ২১ হাজার ৩৪০ জনে দাঁড়িয়েছে। তিনি আরো জানান, আগের দিনের তুলনায় হাসপাতালে থাকা করোনা রোগীর সংখ্যা ৩৬৫ জন এবং আইসিইউতে থাকা করোনা রোগীর সংখ্যা ২১৫ জন কমেছে।
বাসস/এমএজেড/১০৪৫/আরজি