করোনা ভ্যাকসিন নিয়ে প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে জার্মানী

289

বার্লিন, ২২ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : জার্মানী প্রথমবারের মতো নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে।
দেশটির নিয়ন্ত্রক সংস্থা বুধবার এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলছে, জার্মানীতে কোভিড-১৯ এর ভ্যাকসিনের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে।
ভ্যাকসিনের সম্ভাব্য ঝুঁকি ও কার্যকারিতা সতর্কতার সাথে পর্যালোচনা শেষে দ্য পল-এনরিচ ইনস্টিটিউট এই অনুমোদন দিয়েছে।
জার্মান ফার্ম বায়োটেক ও মার্কিন ফিজার কোম্পানী ভ্যাকসিনটি তৈরি করেছে।