বাসস বিদেশ-৯ : করোনার দ্বিতীয় পর্যায় হতে পারে আরো মারাত্মক : মার্কিন স্বাস্থ্য প্রধান

113

বাসস বিদেশ-৯
যুক্তরাষ্ট্র-স্বাস্থ্য
করোনার দ্বিতীয় পর্যায় হতে পারে আরো মারাত্মক : মার্কিন স্বাস্থ্য প্রধান
ওয়াশিংটন, ২২ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায় আরো ধ্বংসাত্মক হতে পারে। কারণ ফ্লু’র মৌসুম শুরুর সঙ্গে করোনার সময় মিলে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছেন দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।
ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সেন্টারের পরিচালক রবার্ট রেডফিল্ড আমেরিকানদের প্রতি আগামী মাসগুলোতে এ বিষয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি বলেন, আগামী শীতে এই ভাইরাসের সম্ভাব্য আক্রমণ বর্তমানের চেয়ে আরো ভয়ংকর হতে পারে।
তিনি বলেন, কারণ একইসময়ে ফ্লু মহামারি ও করোনা মহামারির আক্রমণ চলবে।
রেডফ্লিড বলেন, একইসময়ে দু’টোর আক্রমণই যদি চূড়া স্পর্শ করে তাহলে তা সামাল দেয়া হবে সত্যি, সত্যি, সত্যিই কঠিন।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা ভাইরাসে ৮ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪৪,৮৪৫ জন।
বাসস/জুনা/১৬৪৫/-আরজি