বাসস বিদেশ-৭ : ভারতের মুকেশ আম্বানির জিয়ো প্লাটফরমের ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেসবুক

120

বাসস বিদেশ-৭
ভারত-আইটি-ফেসবুক
ভারতের মুকেশ আম্বানির জিয়ো প্লাটফরমের ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ফেসবুক
মুম্বাই, ২২ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ফেসবুক বুধবার বলেছে, তারা ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানির জিয়ো ডিজিটাল প্লাটফরম ব্যবসার ৫৭০ কোটি ডলারের শেয়ার কিনে নিয়েছে।
এটি ভারতে বৃহত্তম বৈদেশিক বিনিয়োগ এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামাজিক মিডিয়া জায়ান্ট ফেসবুক মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স¤্রাজ্যের জিয়ো প্লাটফর্মের ১০ শতাংশ শেয়ারের মালিক হয়েছে।
এ সম্পর্কে ফেসবুক এক ঘোষণায় বলেছে, মেসেজিং অ্যাপস “পাওয়ার অব হোয়াটআপ” জিয়ো প্লাটফরমের সঙ্গে যুক্ত করবে। জিয়ো অনলাইন খাতে ডিজিটাল ব্যবসার ব্যাপক প্রসার ঘটিয়েছে। একক মার্কেট হিসেবে ফেসবুকের বৃহত্তম মার্কেট ভারত।
বাসস/এএফপি/অনু এমএবি/১৫০০/আরজি