কানাডায় বন্দুক হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে

213

অটোয়া, ২২ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : কানাডা পুলিশ মঙ্গলবার জানিয়েছে, দেশটির নোভা স্কশিয়া প্রদেশে সপ্তাহান্তে বেপরোয়া বন্দুক হামলার ঘটনায় মৃতের সংখ্যা ১৮ থেকে বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ হামলার ঘটনায় পুড়ে যাওয়া বিভিন্ন বাড়ি ও গাড়ি থেকে আরো কয়েকজনের লাশ উদ্ধার হওয়ায় মৃতের এ সংখ্যা বাড়লো বলে তারা জানান। খবর এএফপি’র।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক বিবৃতিতে বলা হয়, আমরা মনে করছি সেখানে হামলায় মোট ২৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৭ বছরের এক বালক রয়েছে। অন্য সকলেই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ।
বিবৃতিতে বলা হয়, সেখানের কিছু স্থান থেকে আমরা আরো কয়েকটি লাশ উদ্ধার করেছি। এতে আরো বলা হয়, উন্মাদ এ বন্দুকধারী কমপক্ষে ৫টি বাড়ি ও ভবন এবং বিভিন্ন গাড়িতে বেপরোয়া বন্দুক হামলা চালায়।