বাসস দেশ-৭ : ব্রাহ্মপুত্র- যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে

173

বাসস দেশ-৭
নদনদী- পরিস্থিতি
ব্রাহ্মপুত্র- যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে
ঢাকা, ১৬ জুলাই, ২০১৮ (বাসস) : দেশে আগামি ২৪ ঘন্টায় আপার মেঘনা অববাহিকার সকল প্রধান নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
পাশপাশি, দেশের ব্রাহ্মপুত্র- যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-দীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামি ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যহত থাকতে পারে।
আজ সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আপার মেঘনা অববাহিকার মনু ও ধলাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে
আজ সোমবার সকাল ৯ টা পর্যন্ত দেশের ৯৪টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে পানি সমতল বৃদ্ধি পেয়েছে ৪৬টি, হ্রাস পেয়েছে ৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি পানি সমতল স্টেশনে।
তবে কোন পানি সমতল স্টেশনে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
বাসস/সবি/এমকে/১৬৩৫/কেজিএ