ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ক্যারিয়ার উৎসব শুরু

339

ঢাকা, ১৬ জুলাই, ২০১৮(বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ক্যারিয়ার উৎসব ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এই উৎসবের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আখতারুজ্জামান বলেন, দেশে চাকরির বাজার সম্প্রসারণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে দক্ষ মানব সম্পদ হিসেবে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ভিসি বলেন, দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল প্রতিষ্ঠা করা হয়েছে। গ্র্যাজুয়েটদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশীপ প্রোগ্রাম চালু করার ওপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি মুহাইমিন উল ইসলাম বক্তব্য রাখেন। উল্লেখ্য, দেশের ৩২টি প্রাইভেট কোম্পানি এবং ১৬টি সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ক্যারিয়ার উৎসবে অংশগ্রহণ করছে।