টাঙ্গাইলে ৩০টি বাড়ি লকডাউনে

233

টাঙ্গাইল, ২১ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলার নাগরপুরে নতুন করে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের মোট ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় ১২ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হয়েছে।
আজ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এ ঘটনার পর আজ সকালে আক্রান্তের বাড়িসহ আশপাশের মোট ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
জেলায় ১২ জনের দেহে করোনার ভাইরাসে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৫০ বেডের করোনা ডেডিকেডেট ইউনিটে এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, গত ১০ এপ্রিল আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে আসেন। পরে রোববার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। আজ সকালে ফলাফলের পজেটিভ খবর আসে। পরে ওই বাড়িসহ ৩০টি বাড়ির প্রায় ১২০ জনকে লকডাউন করা হয়েছে। তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকার এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন।