টাঙ্গাইলে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

453

টাঙ্গাইল, ২১ এপ্রিল, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কৃষকদেও জমিতে থাকা পাকা ধান কেটে দিচ্ছেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সকালে শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল ও সাধারণ সম্পাদক কায়নার হাসান পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা সদর উপজেলার ঘারিন্দা,বড়লিয়া এবং সুরুজ গ্রামে গিয়ে কৃষকদের জমির পাকা বোরো ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।
শহর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারণে কৃষকরাও জমির পাকা ধান কাটতে পারছেন না। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। তিনি ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে আমরা এগিয়ে এসেছি। যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবে আমরা তার জমিতে গিয়ে ধান কেটে দিয়ে আসবো।