বাসস ক্রীড়া-৫ : করোনাভাইরাস না থাকায় পুনরায় লিগ শুরু করলো তুর্কমেনিস্তান

162

বাসস ক্রীড়া-৫
ফুটবল-তুর্কমেনিস্তান লিগ
করোনাভাইরাস না থাকায় পুনরায় লিগ শুরু করলো তুর্কমেনিস্তান
তুর্কমেনিস্তান, ২১ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে মৃত্যু সংখ্যা। তবে নিজ দেশের করোনাভাইরাসের কোন আক্রান্ত না থাকায় এক মাস পর পুনরায় ফুটবল লিগ শুরু করলো তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন।
গত মার্চে শুরু হয়েছিলো তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনাভাইরাসকে মহামারী হিসেবে ঘোষনা দিলে চাপে পড়ে নিজেদের লিগ বন্ধ করে নেয় তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন। লিগের তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছিলো।
কিন্তু এক মাস বন্ধ থাকার পর আবারো শুরু হলো তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। আট দলের লিগের চতুর্থ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আলতিন আশির ও এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কোপেতদাগের। ২০ হাজার ধারনক্ষমতা সম্পন্ন তুর্কমেনিস্তানের রাজধানী আশগাভাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ম্যাচটি দেখতে ৩০০ দর্শক উপস্থিত ছিলেন।
তুর্কমেনিস্তানে ফুটবল খেলা খুব বেশ জনপ্রিয় নয়। তারপরও দেশটির স্পোর্টস চ্যানেল জনপ্রিয় খেলা হ্যান্ডবল বাদ দিয়ে আলতিন আশির ও কোপেতদাগের ম্যাচ সরাসরি সম্প্রচার করে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
মাঠে উপস্থিত কোন দর্শকই মাস্ক বা গ্লাভস পড়েননি। ৬০ বছর বয়সী এক দর্শক, মুরাদ বলেন, ‘এখানে করোনাভাইরাসের সংক্রমন নেই। তাহলে কেন আমাদের লিগ পুনরায় শুরু হবে না?’
মজা করে তিনি আরো বরেন,‘ খেলাধুলা সকল ভাইরাসকে মেরে ফেলবে। আপনার দল যখন জিতবে অনায়াসেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।’
বাসস/এএমটি/১৬৫০/স্বব