হাইড্রোজেন ব্যাটারি উৎপাদনে ডেইমলার ও ভলভোর ১.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ

286

ফ্রাঙ্কফুট, ২১ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : জার্মান অটোমোবাইল জায়ান্ট ডেইমলার মঙ্গলবার বলেছে, ট্রাকের জন্য হাইড্রোজেন ব্যাটারি উৎপাদনে অংশীদার হচ্ছে গিলির মালিকানাধীন ভলবো। জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন নিঃসরণকারী গাড়ি সরিয়ে দিতে তারা এই উদ্যোগ নিয়েছে।
ডেইমলার ট্রাক চেয়ারম্যান মার্টিন দাউম বলেছেন, ফুয়েল সেল জ্বালানি চালিত ট্রাক ও বাস আমাদের রাস্তায় নামানো শুরুর উদ্যোগে আমাদের যৌথ বিনিয়োগ দাঁড়াবে ১.২ বিলিয়ন ইউরো (২.৩ বিলিয়ন ডলার) ।
সম্পূর্ন চীন ভিত্তিক কোম্পানি গিলির মালিকানাধীন ভলভো’র নির্বাহী পরিচালক মার্টিন লুন্ডস্টিড বলেন, বাণিজ্যিক যানবাহনের জন্য হাইড্রোজেন ফুয়েল সেলের প্রতি আমাদের সুস্পষ্ট আস্থা থেকেই আমরা এই যৌথ বিনিয়োগ গড়ে তুলেছি।