বাসস বিদেশ-৯ : জ্বালানি তেলের দাম কমে যাওয়ার সুযোগ নিয়ে মজুদ বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প

122

বাসস বিদেশ-৯
ট্রাম্প-তেল-মজুদ
জ্বালানি তেলের দাম কমে যাওয়ার সুযোগ নিয়ে মজুদ বাড়াতে চান ডোনাল্ড ট্রাম্প
ওয়াশিংটন, ২১ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র জাতীয় কৌশলগত মজুদ পূরণ করতে কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় থাকা প্রস্তাব বাস্তবায়নে তেলের ঐতিহাসিক দরপতনের সুযোগ কাজে লাগাবে।
ট্রাম্প তার প্রতিদিনের করোনাভাইরাস সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের জাতীয় জ্বালানি মজুদের লক্ষ্য পূরণ করছি, আপনারা সেই কৌশলগত টার্গেট জানেন।’
তিনি বলেন, আমরা মজুদ ৭৫ মিলিয়ন ব্যারেলের বেশি বাড়াতে চাই। কংগ্রেস অনুমোদন দিলে অথবা ফেডারেল সরকার তৃতীয় কোন পক্ষের কাছ থেকে স্টোর ভাড়া নিতে পারলে তিনি এই পরিমাণ মজুদ বৃদ্ধি করবেন। যখন তেলের দাম বৃদ্ধি পাবে তখন ব্যবসায়ীরা অতিরিক্ত তেল বিক্রি করতে পারবেন। সোমবার তেলের দাম নিউইয়র্কে সর্বনিন্ম পর্যায়ে পৌঁছেছে।
এরআগে ১৩ মার্চ ট্রাম্প তেলের কৌশলগত মজুদ পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন। ১৭ এপ্রিল পর্যন্ত অনুমোদিত মজুদের লক্ষ্যমাত্রা ৭১৩.৫ মিলিয়ন ব্যারেলের বিপরীতে মজুদ হয়েছে ৬৩৫ মিলিয়ন ব্যারেল।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৫১০/-আরজি