বাসস বিদেশ-৮ : ফিজি’র সাবেক প্রধানমন্ত্রী কারাসে মারা গেছেন

129

বাসস বিদেশ-৮
ফিজি-মৃত্যু
ফিজি’র সাবেক প্রধানমন্ত্রী কারাসে মারা গেছেন
সুভা (ফিজি), ২১ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক) : ফিজি’র সাবেক প্রধানমন্ত্রী লাইসিনিয়া কারাসে মারা গেছেন। অল্পদিনের অসুস্থতায় মঙ্গলবার সুভার ওশেনিয়া হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পরিবারের একজন মুখপাত্র এ কথা জানান।
কারাসে ২০০০ সাল থেকে ২০০৬ পর্যন্ত ফিজি’র ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সকোসকো দুয়াভাতা নি লিউনিভানুয়া দলের প্রতিষ্ঠাতা ছিলেন।
ব্যবসায়ী জর্জ স্পেইটের অভ্যুত্থান প্রচেষ্টা সেনাবাহিনী ব্যর্থ করে দেয়ার পর বেসামরিক কর্মকর্তা কারাসে ২০০০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
তিনি ২০০৬ সালে ফ্রাংক বাইনিমারামার নেতৃত্বে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং দুর্নীতির অভিযোগে কারারুদ্ধ হয়েছিলেন।
বাসস/জুনা/১৫০৫/আরজি