বাসস বিদেশ-৫ : করোনা ভাইরাসের কারণে অভিবাসন ‘সাময়িকভাবে স্থগিত’ করবেন ট্রাম্প

170

বাসস বিদেশ-৫
ভাইরাস-যুক্তরাষ্ট্র-অভিবাসন
করোনা ভাইরাসের কারণে অভিবাসন ‘সাময়িকভাবে স্থগিত’ করবেন ট্রাম্প
ওয়াশিংটন, ২১ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করবেন। কেননা, বৈশ্বিক কোভিড-১৯ ভাইরাসে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। খবর এএফপি’র।
এ করোনা ভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৬৬০ জন।
সোমবার রাতে তিনি এক টুইটার বার্তায় বলেন, ‘এ অদৃশ্য শত্রু ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এবং আমাদের গ্রেট আমেরিকান সিটিজেনের চাকরি রক্ষার স্বার্থে আমি যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে এক নির্বাহী আদেশ স্বাক্ষর করব।’
ট্রাম্প বলেন, এ পদক্ষেপ মার্কিন নাগরিকদের চাকরি রক্ষা করবে। কেননা, এ ভাইরাসের ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র লকডাউন আরোপ করায় দেশটিতে ইতিমধ্যে ২ কোটি ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ পদক্ষেপ কবে নাগাদ কার্যকর করা হবে সে ব্যাপারে ট্রাম্পের টুইটার বার্তায় বিস্তারিত কিছু বলা হয়নি।
বাসস/এমএজেড/১৩১৬/আরজি