গভীর রাতে দরিদ্র পরিবারের মাঝে তথ্য প্রতিমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

270

ঢাকা, ২১ এপ্রিল, ২০২০ (বাসস) : জামালপুরের, সরিষাবাড়িতে গভীর রাতে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাও মালিসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। তাই এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তবে লোকসমাগমে নয়, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোমবার গভীর রাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।
এসময় সরিষাবায়ী উপজেলার পিংনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুচিপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।