বাজিস-৩ : শরীয়তপুরে ১০৩৯ জন হোম কোয়ারেন্টাইনে

162

বাজিস-৩
শরীয়তপুর-কোয়ারেন্টাইন
শরীয়তপুরে ১০৩৯ জন হোম কোয়ারেন্টাইনে
শরীয়তপুর, ২১ এপ্রিল, ২০২০ (বাসস) : গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন আক্রান্ত জেলা থেকে আসা ৮৪ জনসহ এখন শরীয়তপুরে মোট ১০৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আব্দুর রশিদ বাসস’কে জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে আসা ৮৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৩৯ জন। দুইজন আছেন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে।
তিনি জানান, এ পর্যন্ত জেলার ১০৮টি করোনা নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলের মধ্যে ১০১টি নেগেটিভ ও ৭টি পজেটিভ। গত ২৪ ঘন্টায় জেলায় কোন নতুন করোনা আক্রান্ত সনাক্ত হয়নি।
বাসস/সংবাদদাতা/১২২৪/কেজিএ