করোনা ঠেকাতে তুরস্কের ৩১টি নগরীতে ৪ দিনের কারফিউ

266

ইস্তানবুল, ২১ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : নোবেল করোনা ভাইরাস ছড়িয়ে পরা ঠেকানোর অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বৃহস্পতিবার থেকে ইস্তানবুল এবং অপর প্রধান ৩০টি নগরীতে চারদিনের লকডাউন ঘোষণা করেছেন।
এরদোয়ান সোমবার জাতির উদ্দেশে দেয়া টেলিভিশন ভাষণে বলেন, ‘২৩ থেকে ২৬ এপ্রিল ৩১ টি নগরীতে আমরা লকডাউন বাস্তবায়ন করতে যাচ্ছি।’
তুরস্ক গত দুই সপ্তাহান্তে ৩১ টি নগরীতে ৪৮ ঘন্টার লকডাউন কার্যকর করেছে।
২৩ এপ্রিল সরকারী ছুটি, এদিন তুর্কি পার্লামেন্টের প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী উদযাপিত হবে।
দেশটিতে সোমবারের ঘোষণায় বলা হয়, তুরস্কে নতুন করে করোনা ভাইরাসে ১২৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২,১৪০ জন এবং আক্রান্তের সংখ্যা ৯১ হাজার।
তুরস্ক ইতোমধ্যেই স্কুল বন্ধ করে দিয়েছে, জনসমাগম নিষিদ্ধ করেছে এবং ৬৫ বছরের অধিক ও ২০ বছরের নিচে বয়সীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
এরদোয়ান বলেন, তুর্কিরা নিয়ম মেনে চলছে, আমরা মহামারির বিপর্যয়কর মাত্রা ঠেকাতে পেরেছি।