জয়পুরহাটে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

218

জয়পুরহাট, ২১ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলায় নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় ৩ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেল।
সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বাসস’কে জানান, ওই ব্যক্তি গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পাঁচবিবি উপজেলার নিজ বাড়িতে আসেন। স্থানীয় প্রশাসন তাকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে। এরমধ্যে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা দেখা দিলে ১৬ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। সোমবার রাত ৮ টায় ৩ জনের পরীক্ষার রিপোর্ট আসে তার মধ্যে একজনের নেগেটিভ।
তিনি জানান, সোমবার রাতেই তাকে আক্কেলপুরের গোপিনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল জয়পুরহাটে প্রথম ২ জনের শরীরে করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়, তারা কালাই উপজেলার বাসিন্ধা। তাদেরকে গোপিনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
জেলায় বর্তমানে জেলা প্রশাসনের ঘোষিত লকডাউন চলছে।