বাসস ক্রীড়া-৬ : অনলাইনে মারুফুল-টিটু-মিন্টুর ‘ফুটবল ফিটনেস’ ক্লাশ

227

বাসস ক্রীড়া-৬
ফুটবল-তিন কোচ
অনলাইনে মারুফুল-টিটু-মিন্টুর ‘ফুটবল ফিটনেস’ ক্লাশ
ঢাকা, ২০ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। বাংলাদেশেও একই অবস্থা। তাই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তায় কোচরা। খেলোড়াদের ফিটনেস ধরে রাখা ও আরও উন্নতির জন্য অনলাইনে বিস্তর আলোচনার সিদ্বান্ত নেন দেশের শীর্ষস্থানীয় তিন কোচ- মারুফুল হক, সাইফুল বারী টিটু ও জুলফিকার মাহমুদ মিন্টু।
আগামী ২৪ এপ্রিল বিকাল ৪টায় অনলাইনের মাধ্যমে ফুটবল ফিটনেস নিয়ে খেলোয়াড়দের সাথে আলোচনা করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান মারুফুল-টিটু-মিন্টু। শুধু খেলোয়াড়েরাই নন, ফুটবল সংশ্লিষ্ট দেশের বিভিন্ন স্তরের কোচ ও সংগঠকেরাও ঐ অনলাইন ফিটনেসের আলোচনায় অংশ নিতে পারবেন বলে জানান তারা।
তাই আগামী ২২ এপ্রিলের মধ্যে নাম, মোবাইল নং, ইমেইল, পেশা উল্লেখ করে রেজিস্ট্রেশন করতে বলা হয়।
গত ১৭ এপ্রিল দুপুরে রেজিস্ট্রেশনের কথা জানানোর পর এখন পর্যন্ত ব্যাপক সাড়া পড়েছে বলে জানান মারুফুল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে মারুফুল বলেন, ‘অপ্রত্যাশিত সাড়া পেয়েছি। আমরা অভিভূত ও বিভ্রান্ত। প্রযুক্তিগত সীমাবদ্ধতার জন্য আমরা আর কোন নাম গ্রহন করতে পারছি না। দয়া করে অংশগ্রহনের জন্য আর অনুরোধ করবেন না। আমরা এ জন্য দুঃখিত। আমরা সব সময়ই আপনাদের উদেশ্যের প্রশংসা করি। ধন্যবাদ।’
বাসস/এএমটি/১৮২০/স্বব