কোভিড-১৯ ভাইরাসের চিকিৎসায় ফ্রান্সে ৩০ টির বেশি গবেষণা চলছে

181

প্যারিস, ২০ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসের চিকিৎসায় ওষুধের সন্ধানে ফ্রান্সে ৩০ টির বেশি গবেষণা কাজ চলছে। সারা বিশ্বে এ মহামারি সংক্রান্ত ওষুধ আবিষ্কারে ৮৬০ টিরও বেশি গবেষণা কাজ অব্যাহত রয়েছে। রোববার ভাইরাস সংক্রমণবিদ ফ্লোরেন্স অ্যাডার একথা জানান। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে অ্যাডার বলেন, ফ্রান্সের এ গবেষণা কাজ ‘দ্রুত’ এগিয়ে চলছে। আর এসব গবেষণার আওতায় করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১ হাজার ৬০০ রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইউরোপের বিভিন্ন দেশের সহযোগিতায় ‘ডিসকভারি’ নামের একটি গবেষণার কাজ অ্যাডার এগিয়ে নিচ্ছেন। এর আওতায় গবেষকরা বিতর্কিত হাইড্রোক্সিক্লোরোকুইনসহ সম্ভাব্য চারটি চিকিৎসার ক্লিনিক্যাল পরীক্ষা চালাচ্ছে।
গবেষণার আওতায় ইউরোপে প্রায় ৩ হাজার ২০০ এবং ফ্রান্সে কমপক্ষে ৮০০ রোগী রয়েছে। তারা সকলে হাসপাতালে ভর্তি রয়েছে এবং গুরুতরভাবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত।
অ্যাডার বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় ভ্যাক্সিন আবিষ্কারের প্রচেষ্টায় প্রায় ১৫০ টি প্রকল্প রয়েছে। ফ্রান্সের বিখ্যাত ইনস্টিটিউট পাস্তাউর এই গ্রীস্মকালে মানুষের ওপর পরীক্ষা চালাবে ।