ইতালিতে মৃতের সংখ্যা কমে ৪৩৩

221

রোম, ২০ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালির সরকারি হিসেবে রোববার করোনায় দেশটির মৃতের সংখ্যা কমে ৪৩৩ হয়েছে। এটি এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।
ইতালিতে ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত ২৩ হাজার ৬৬০ জন মারা গেছে। মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ইতালির অবস্থান।
রোববারের এ সংখ্যা গত এক মাসে দ্বিতীয় সর্বনিম্ন।
এদিকে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ০৪৭ জন যা ১.৭ শতাংশ বেড়েছে।
নতুন আক্রান্তের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সরকার। কারণ, তারা লকডাউন কিভাবে তুলে নেয়া যায় তা নিয়ে ভাবছে। আগামী ৪ মে বর্তমান লকডাউনের সময় শেষ হওয়ার কথা।
কোন কোন কার্যক্রম শুরুর অনুমোদন দেয়া যায় কিংবা জনগণকে বাড়ির বাইরে যেতে দেয়া যায় কিনা তা নির্ধারণের চেষ্টা করছে দেশটির সরকার।