বাজিস-৩ : নওগাঁয় ১২৭০ জন হোম কোয়ারেনটাইনে

111

বাজিস-৩
নওগাঁ-কোয়ারেনটাইন
নওগাঁয় ১২৭০ জন হোম কোয়ারেনটাইনে
নওগাঁ, ২০ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলায় গত ২৪ ঘন্টায় ২৬৮ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ২৭০ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেনটাইনে পাঠানো ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৪৮৯ জন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৬৮ জনকে নতুন করে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় ৬, রানীনগর ১, আত্রাই ৫, মহাদেবপুর ২৪, বদলগাছি ২৫, পতœীতলা ১৮, ধামইরহাট ২৯, নিয়ামতপুর ১৫, সাপাহার ১৩৪ এবং পোরশা উপজেলায় ১১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়াও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রয়েছেন ৫ জন।
এই ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৯৭ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ানেটাইন থেকে ১ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২১৫ জন।
নওগাঁর সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল জানান, জেলায় এখন পর্যন্ত কোন করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
বাসস/সংবাদদাতা/১৩৪৬/কেজিএ