ল্যাটিন আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

292

মন্টিভিডিও, ২০ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মহামারি করোনাভাইরাসে রাববার আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫ হাজার জনে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে এ ভাইরাসে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৫৪ জন আক্রান্ত এবং সর্বোচ্চ ২ হাজার ৪৬২ জন মারা গেছে। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি হবে। কেননা, দেশটিতে তুলনামূলকভাবে খুব কম লোকের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে রোববার করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে মোট ১ লাখ ৯৫২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে।
ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে এখনো করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার ধাক্কা অব্যাহত থাকলেও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্তের সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর তুলনায় ল্যাটিন আমেরিকার দেশগুলোর স্বাস্থ্য অবকাঠামো তেমন উন্নত না।