খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫৪৮, হোম কোয়ারেন্টিনে ৩৮৪ জন

199

খাগড়াছড়ি, ২০ এপ্রিল, ২০২০ (বাসস) : খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় ২৪ ঘন্টায় নতুন ৫৯ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫৪৮ ও হোম কোয়ারেন্টিনে ৩৮৪ এবং আইসোলেশনে তিন জন রয়েছেন।
এরা সবাই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, জ্বর ও কাশি নিয়ে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি পাঁচ গার্মেন্টস কর্মীসহ ৬৬ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। তার মধ্যে ২৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকি নমুনার রিপোর্ট এখনো আসেনি।