বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১,৯৯৭ জনের মৃত্যু : জনস হফকিন্স

137

বাসস বিদেশ-১
ভাইরাস-যুক্তরাষ্ট্র-মৃত্যু
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১,৯৯৭ জনের মৃত্যু : জনস হফকিন্স
ওয়াশিংটন, ২০ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার দেশটিতে মৃতের সংখ্য বেড়ে মোট ৪০ হাজার ৬৬১ জনে দাঁড়ালো। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
জনস হফকিন্সের দেয়া উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মৃতের এ সংখ্যা আগের দিন শনিবার একই সময়ের মৃতের সংখ্যার তুলনায় সামান্য বেশি। আগের দিন দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৮৯১ জন মারা যায়।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য কোভিড-১৯ ভাইরাসের ‘চরম থাবা’ থেকে বেরিয়ে এসেছে সেখানকার গভর্নর অ্যান্ড্রিউ কোমো এমন কথা বলার দিনই রোববারের মৃতের এই সংখ্যা প্রকাশ করা হলো।
জনস হফকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার হিসাবে বুধবার মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছিল।
তারা জানায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। দেশটিতে রোববার করনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭ লাখ ৫৯ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে।
বাসস/এমএজেড/১০৪৬/আরজি