মালয়েশিয়া বাংলাদেশ থেকে হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে

632

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২০ (বাসস) : কোভিড-১৯ মহামারীর মধ্যে মালয়েশিয়া সরকার সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের কাছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামমুদ্দিন তুন হুসেনের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, মালয়েশিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ মিশনের সাথে নিবিড়ভাবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এখানে এ কথা জানানো হয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাঁর চিঠিতে করোনাভাইরাস পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে তাদের দেশে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে।
হিশামমুউদ্দিন বাংলাদেশ থেকে আটকেপড়া মালয়েশিয়ার নাগরিকদের ফিরিয়ে নিতে সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারাত্মক করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সাথে একত্রে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।