বাসস বিদেশ-৮ : ইন্দোনেশিয়ায় খনি দুর্ঘটনায় ৯ জন নিহত

124

বাসস বিদেশ-৮
ইন্দোনেশিয়া-খনি দুর্ঘটনা
ইন্দোনেশিয়ায় খনি দুর্ঘটনায় ৯ জন নিহত
জাকার্তা, ১৯ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়ার সুমাত্রায় একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির এক কর্মকর্তা রোববার এ কথা জানায়।
ওয়েস্ট সুমাত্রা প্রদেশের সাউথ সলোকে শনিবার এই দুর্ঘটনা ঘটে। ১২ জনের একটি দল স্বর্ণের জন্য একটি পরিত্যাক্ত খনিতে খনন কাজ করছিল। এই এলাকায় কলোনিয়াল যুগ থেকে অনেক খনি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।
জেলার মুখপাত্র ফেরদৌস ফরমান এএফপিকে বলেন, “৮জন পুরুষ ও ১ জন নারী কূপ খনন করার সময় ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে মারা যায়, আজ সকালে আমরা তাদের লাশ উদ্ধার করেছি।”
ভূমিধসে চাপা পরা লোকরা খনি থেকে বের হয়ে আসতে ব্যর্থ হওয়ার পরে খনির বাইরে থাকা তিনজন দুর্ঘটনার কথা স্থানীয় প্রশাসনকে জানায়।
নিহত ব্যক্তিরা স্থানীয় কৃষক,তারা প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই স্বর্ণ খনিতে নামে। দুর্গম এলাকা এবং বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ বিঘিœত হয়।নিহত সকলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনার তদন্ত চলছে।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৭১৩/আরজি