বাজিস-৬ : শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা

106

বাজিস-৬
ভোক্তা-অধিকার-জরিমানা
শরীয়তপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা
শরীয়তপুর, ১৯ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে দ্রব্যমূল্য বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতুত্বে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলার নড়িয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
নড়িয়া উপজেলার চাকধ বাজার, ঘড়িষার বাজার ও নড়িয়া বাজারের ওষুধের দোকান, চাল, মুদি, সবজি ও মাংসের দোকানসহ প্রায় ৮০টি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বেচা-কেনা করতে নির্দেশ দেয়া হয়।
অভিযানের সময় ভোজেশ^র বাজারে চালের দাম বেশি রাখায় মামা-ভাগ্নে স্টোরকে ১০ হাজার টাকা ও একই বাজারের মল্লিক স্টোরকে ডালের দাম বেশী রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিকল্পে বাজারে-বাজারে মাইকিং করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা ক্যাবের সভাপতি বিল্লাল হোসেন খানসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলো।
বাসস/সংবাদদাতা/১৫২৫/কেজিএ