বাজিস-৫ : মুন্সীগঞ্জে নতুন কারও করোনা সনাক্ত হয়নি

107

বাজিস-৫
মুন্সীগঞ্জ-করোনা
মুন্সীগঞ্জে নতুন কারও করোনা সনাক্ত হয়নি
মুন্সীগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২০ (বাসস) : জেলায় রোববার নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। শনিবার পাঠানো সন্দেহভান ৮ জনের নমুনা পরীক্ষা করে দেখা গেছে এদের কারও করোনা নেই।
আইইডিসিআর-এর সাথে কথা বলে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আজ বাসসকে একথা জানিয়েছেন।
তিনি জানান, এপর্যন্ত জেলায় ৪৩ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন মৃত। মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন (এর মধ্যে শহরে ২ জন। দু’জনই মানিকপুরের), গজারিয়ায় ৮ জন, টঙ্গীবাড়িতে ১০ জন, সিরাজদিখানে ৭ জন, শ্রীনগরে ৪ জন এবং লৌহজং উপজেলায় ৫ জন।
ডা. আবুল কালাম আজাদ জানান, এই নিয়ে মুন্সীগঞ্জ জেলায় ৩২৩ জনের সোয়াব সংগ্রহ করা হলো। এর মধ্যে শনিবার পর্যন্ত পাঠানো ২৫৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪৩ জনের পজেটিভ হয়েছে। নেগেটিভ এসেছে ২১০ জনের, তাদের করোনা সনাক্ত হয়নি।
বাসস/সংবাদদাতা/১৫০০/কেজিএ