বাসস দেশ-১ : অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

144

বাসস দেশ-১
লিনা-ইন্তেকাল
অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই
ঢাকা, ১৯ এপ্রিল, ২০২০ (বাসস) : জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৬০ বছর।
অভিনয় শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাত শিমুল জানান, ফেরদৌসী আহমেদ লীনার অনেকদিন ধরে দুই কিডনি ড্যামেজ ছিল। তবে তিনি অভিনয়ে নিয়মিত ছিলেন। সর্বশেষে বিটিভিতে শুটিং করেছেন।
১৯৭৮ সালে ফোরদৌসী আহমেদ লীনা ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি পান। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’।
জনপ্রিয় অভিনেত্রী ফোরদৌসী আহমেদ লীনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/এমএসএইচ/১৩০০/-এবিএইচ