বাসস ক্রীড়া-১৩ : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রামি

170

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-বিশ্বকাপ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রামি
মস্কো, ১৬ জুলাই ২০১৮ (বাসস) : ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে রোববার রাশিয়া বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স। আর এই জয়ের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রেঞ্চ সেন্টার ব্যাক আদিল রামি।
মার্সেইর এই ডিফেন্ডার ২০১০ সালে পুনরায় ফ্রান্সের জাতীয় দলে ফিরে এসেছিলেন। জাতীয় দলের জার্সি গায়ে তিনি ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
দিদিয়ের দেশ্যমের বিবেচনায় বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ৩২ বছর বয়সী রামি টুর্নামেন্টের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। তারপরেও ফ্রেঞ্চ দলের সাফল্যে তিনি নিজেকে একজন গর্বিত সদস্য হিসেবেই দাবী জানিয়েছেন।
ফাইনাল শেষে রামি বলেন, ‘ফ্রান্স দলটি আমার সব কিছু। এমনকি আমি না খেললেও সবসময়ই ৯০ মিনিট মাঠে থাকার জন্য প্রস্তুত আছি। আমি দিনে দু’বার অনুশীলন করেছি। এই দলটি অসাধারণ, তাদেরকে ভাষায় প্রকাশ করা যায়না। এখানকার পরিবেশ দুর্দান্ত। এখানে প্রতিদিন এমনকি ম্যাচের পরেও যে ধরনের আনন্দময় পরিবেশ থাকে তা অন্য কোন দলে থাকে কিনা সন্দেহ আছে। এটা সত্যিই চমৎকার।’
বাসস/নীহা/১১৫০/স্বব