বাসস ক্রীড়া-১২ : আমি পিএসজিতেই থাকবো : এমবাপে

164

বাসস ক্রীড়া-১২
ফুটবল-বিশ্বকাপ
আমি পিএসজিতেই থাকবো : এমবাপে
মস্কো, ১৬ জুলাই ২০১৮ (বাসস) : ইউরোপীয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে নয়, পিএসজিতেই নিজের ভবিষ্যত দেখতে চান কাইলিয়ান এমবাপে।
রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ১৯৯৮ সালের পরে আবারো শিরোপার স্বাদ পেয়েছেন ফ্রান্স। আর সেই দলের গর্বিত একজন সদস্য ছিলেন এমবাপে। ১৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড এবারের বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। ফাইনালে তিনি একটি গোলও করেছেন। পুরো টুর্নামেন্টে তার গোলসংখ্যা চার।
মোনাকো থেকে ধারে গত মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিতে আসলেও এবার চুক্তি স্থায়ী করেছেন এমবাপে। রিয়ালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্লাব ছেড়ে জুভেন্টাসে যোগ দেবার সাথে সাথে এমবাপেকে নিয়ে আগ্রহ দেখানো শুরু করে গ্যালাকটিকোরা। কিন্তু সেই ধারনাকে উড়িয়ে দিয়ে এমবাপে বলেছেন, আমি পিএসজিতেই থাকবো। তাদের সাথে খেলা চালিয়ে যাব। ক্যারিয়ার শুরুর পথে এখন আমি আছি।’
২০১৭-১৮ মৌসুমে পিএসজির হয়ে এমবাপে সব ধরনের প্রতিযোগিতায় ২১টি গোল করেছেন।
বাসস/নীহা/১১৩০/স্বব