বাসস ক্রীড়া-২ : আকরামের ব্যাট দিয়ে শেষ বলে ছক্কা মেরেছিলেন মিয়াঁদাদ

240

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-আকরাম
আকরামের ব্যাট দিয়ে শেষ বলে ছক্কা মেরেছিলেন মিয়াঁদাদ
করাচি, ১৯ এপ্রিল ২০২০ (বাসস) : ১৯৮৬ সালের ১৮ এপ্রিল শারজাহতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৫ রান করে ভারত। জবাবে শেষ বলে ভারতের পেসার চেতন শর্মাকে ছক্কা মেরে পাকিস্তানকে অবিস্মরনীয় জয় এনে দেন জাভেদ মিয়াঁদাদ। অপরাজিত ১১৬ রান করেন পাকিস্তানের সাবেক কোচ মিয়াদাদ।
শেষ বলে জিততে চার রান দরকার ছিলো পাকিস্তানের। ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন মিয়াদাদ।
ঐ জয়কে মনে করিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুইটারে পিসিবি লিখেছে, ‘১৯৮৬ সালের আজকের দিনে (১৮ এপ্রিল) বড় কোনও টুর্নামেন্ট জয়ের নজির গড়েছিল পাকিস্তান। শারজায় অনুষ্ঠিত সেই ম্যাচের শেষ বলে চেতন শর্মাকে ছক্কা মেরে পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছিল জাভেদ মিয়াঁদাদ।’
পিসিবির ঐ টুইটের পর কমেন্টে পাল্টা টুইট করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ঐ ম্যাচ খেলা আকরাম লিখেন, ‘কিছু স্মৃতি চিরকাল মনে থেকে যায়। ভারতের বিরুদ্ধে শেষ বলে মিয়াঁদাদের ছক্কা মেরে ম্যাচ জেতানোর স্মৃতি পাকিস্তান ক্রিকেটে অন্যতম ইতিহাস। যে ব্যাট দিয়ে মিয়াঁদাদ সে দিন ছক্কা মেরেছিল, সেটা কিন্তু আমার ছিল।’
বাসস/এএমটি/০৯৩৫/স্বব