ভারতে করোনায় ৪৮০ জনের মৃত্যু, আক্রান্ত ১৪,৩৭৮ জন

270

নয়াদিল্লী, ১৮ এপ্রিল,২০২০ (বাসস ডেস্ক) : ভারতে করোনাভাইরাসে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৮০ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৩৭৮ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়।
এতে বলা হয়,আক্রান্তের মধ্যে ১৯৯১ জন সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। আক্রান্তদের মধ্যে ৭৬ জন বিদেশী নাগরিক।
শুক্রবার সন্ধ্যার পর থেকে নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ১২ জন মধ্যপ্রদেশে, ৭ জন মহারাষ্ট্রে, ৪ জন দিল্লীতে,৩ জন গুজরাটে , জম্মু ও কাশ্মীর এবং বিহারে ১ জন করে মৃত্যু হয়েছে।
মোট ৪৮০ জনের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, এখানে ২০১ জনের মৃত্যু হয়েছে,এরপরে মধ্যপ্রদেশে ৬৯ জন,দিল্লীতে ৪২ জন, গুজরাটে ৪১ জন ও তেলেঙ্গানায় ১৮ জনের মৃত্যু হয়েছে।