বাসস ক্রীড়া-১৪ : সাকিব সাকিবের চোখে ভয়ংকর তিন বোলার

201

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-সাকিব
সাকিবের চোখে ভয়ংকর তিন বোলার
ঢাকা, ১৮ এপ্রিল ২০২০ (বাসস) : ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব বহু আগেই পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অনেক বোলারকেই মোকাবেলা করতে হয়েছে তাকে। তবে বিশ্ব ক্রিকেটে তিন বোলারকে ভয়ংকর হিসেবে চিহ্নিত করেছেন তিনি, খেলতে সমস্যায় পড়তে হয়েছে সাকিবকে। দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল, শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন ও ইংল্যান্ডের জোফরা আর্চারকে ভয়ংকর বোলার হিসেবে চিহ্নিত করেছেন সাকিব।
গতকাল সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’র পেইজ থেকে লাইভে এসে অনেক বিষয় নিয়েই কথা বলেন সাকিব। ক্রিকেট ক্যারিয়ারে কোন বোলারকে খেলতে সমস্যায় পড়েছেন- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমার প্রথম সফরে, মরনে মরকেলের গতি সামলাতে সমস্যা হয়েছিলো। আমি তখন ১৯ বা ২০ বয়সে ছিলাম। সে সত্যিই অনেক দ্রুত গতির বোলার ছিলো।’
‘মরকেল এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না। যদি আমাকে বলা হয় বর্তমানে ভয়ংকর বোলার কে, তবে আমি বলবো জোফরা আর্চার। গত বিশ্বকাপের তাকে আমি মোকাবেলা করেছি। সে সত্যিই দুর্দান্ত এক বোলার।’
স্পিনারদের মধ্যে মুরলিধরনকে খেলতে সমস্যা হয়েছে সাকিবের, সেটিও জানান তিনি, ‘স্পিনারদের মধ্যে মুরালিধরন। যাকে খেলতে আমরা সমস্যা হয়েছে। যাকে আমি সত্যিই ভয়ংকর বলে মনে করি।’
করোনাভাইরাসের কারনে সাকিব প্রথম ‘মিশন সেভ বাংলাদেশ’-এর মাধ্যমে অসহায়দের জন্য এগিয়ে আসেন সাকিব। বিশ লাখ টাকা মূল্যের কিট দিয়েছিলেন তিনি। পরে অসহায়দের জন্য ২০ লাখ টাকা অনুদান দেন তিনি।
এই ভয়াবহ অবস্থায়, দেশের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সাকিব।
বাসস/এএমটি/২০১০/স্বব