বাজিস-২ : নোয়াখালীতে প্রস্তুত ৯০টি আইসোলেশন বেড

108

বাজিস-২
নোয়াখালী-আইসোলেশন-বেড
নোয়াখালীতে প্রস্তুত ৯০টি আইসোলেশন বেড
নোয়াখালী, ১৮ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে ৩০ বেড, কোম্পানীগঞ্জ উপজেলার চর আলগী হাসপাতালে ৩০ বেড ও সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতালে ৩০ বেড সহ মোট ৯০ টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, এছাড়া, স্টেডিয়ামের জিমন্যাসিয়ামে প্রস্তুত হচ্ছে আরো ৭০ বেড।
সিভিল সার্জন বলেন, পর্যাপ্ত সংখ্যক ডাক্তার, নার্স, মেডিকেল এ্যাসিসটেন্ট, ওয়ার্ড বয় ও ক্লিনারদের সমন্বয় করে ডিউটি রোস্টার তৈরি করা হয়েছে। সবার থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক অক্সিজেন সিলিন্ডার ও পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রাখা রয়েছে। ৪টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে, জেলায় কোন আইসিইউ বা ভেন্টিলেটর এর সুবিধা নেই। রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলা ও উপজেলায় দাফন ও সৎকারের জন্য কমিটি গঠন করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৫১০/কেজিএ