আফ্রিকাজুড়ে করোনাভাইরাসে ১ হাজার জনের মৃত্যু

216

জোহানেসবার্গ, ১৮ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): গত বছরের শেষের দিকে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে আফ্রিকা মহাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। মহাদেশটির বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ কথা জানায়।
শুক্রবার গ্রিনিচ মান সময় ২০০০ টায় তৈরি করা পরিসংখ্যান অনুযায়ী, আফ্রিকার দেশ আলজেরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেেেয় বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৩৬৪ জনে দাঁড়িয়েছে। এরপর যথাক্রমে মিশরে ২০৫, মরক্কোতে ১৩৫ ও দক্ষিণ আফ্রিকায় ৫০ জন কোভিড-১৯ ভাইরাসে মারা গেছে।
পরিসংখ্যানে দেখা যায়, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত আফ্রিকার দেশগুলোতে এ ভাইরাসে মোট ১৯ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছে।
সরকারি সূত্রের দেয়া হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকা মহাদেশ কোভিড-১৯ ভাইরাসে কম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আফ্রিকা মহাদেশের অনেক দেশে সীমিত পরীক্ষার কারণে এ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রকৃত চিত্র উঠে আসছে না।
এ মহামারি ভাইরাসের কারণে আফ্রিকায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। কেননা, সেখানে হাসপাতালের এবং প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফের অনেক ঘাটতি রয়েছে।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ এবং আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে।