বাসস ক্রীড়া-১১ : দুঃস্বপ্নময় বিশ্বরেকর্ড মান্দজুকিচের

322

বাসস ক্রীড়া-১১
ফুটবল-
দুঃস্বপ্নময় বিশ্বরেকর্ড মান্দজুকিচের
মস্কো (রাশিয়া), ১৬ জুলাই ২০১৮ (বাসস) : গত রাতে শেষ হওয়া ২১তম ফুটবল বিশ্বকাপের ফাইনালে ৬টি গোল হয়। এরমধ্যে একটি ছিলো আত্মঘাতি। বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে আগে কখনো আত্মঘাতি গোল হয়নি।
ফুটবল বিশ্বকাপের ফাইনালে আত্মঘাতি গোল করে বিশ্বরেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মান্দজুকিচ। তবে মান্দজুকিচের বিশ্বরেকর্ডটি দুঃস্বপ্নময় হয়ে রইল। কারণ তার ঐ গোল ক্রোয়েশিয়ার হারের কারণও বটে।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে ক্রোয়েশিয়ার মান্দজুকিচের আত্মঘাতি গোলে লিড নেয় ফ্রান্স।
নিজেদের বক্সের সামনে ফ্রান্সের আঁতোয়ান গ্রিজম্যানকে ফাউল করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। ফলে ফ্রি-কিক পায় ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপদ সীমানার ফ্রি-কিক নেন গ্রিজম্যান।
বাতাসে উড়ে আসা বল সড়ানোর জন্য হেড দেয়ার চেষ্টা করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মান্দজুকিচ। কিন্তু বল তার মাথার উপরের অংশে লেগে ক্রোয়েশিয়ার জালে প্রবেশ করে। ফলে আত্মঘাতি গোলে ম্যাচে প্রথম এগিয়ে যায় ফ্রান্স। এবারের বিশ্বকাপে এটিই ছিলো ১২তম আত্মঘাতি গোল, যা বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড।
বাসস/এএমটি/১১০০/স্বব