বাসস ক্রীড়া-২ : শ্রীলংকা থেকে কোন প্রস্তাব আসেনি : বিসিসিআই

129

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-আইপিএল
শ্রীলংকা থেকে কোন প্রস্তাব আসেনি : বিসিসিআই
নয়া দিল্লি, ১৮ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ইতোমধ্যে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে বলে দাবিও করেছে এসএলসি। এসএলসির সভাপতি শাম্মি সিলভা গতকাল নিজ দেশের গনমাধ্যমকে বলেন, ‘বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই ভালো। বিসিসিআই চাইলে আমরা আইপিএল আয়োজন নিয়ে কথা বলতে পারি। অতীতেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছে। তারা চাইলে এবারও দেশের বাইরে করতে পারে। এ ব্যাপারে আমরা আগ্রহী। বিসিসিআই যদি ইতিবাচক সাড়া দেয়, তবে আমরা দেশের স্বাস্থ্য বিভাগের সাথে আলাপ করে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। আমরা ইতোমধ্যে বিসিসিআইকে জানিয়েছি।’
তবে বিসিসিআই বলছে, আইপিএল আয়োজনে আনুষ্ঠানিক কোন প্রস্তাব দেয়নি শ্রীলংকা। বিসিসিআই’র এক সিনিয়র বোর্ডকর্তা জানান, ‘পুরো বিশ্ব এখন স্তব্ধ। সকলেই বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তায় রয়েছে। আইপিএল শুরু নিয়ে কিছু বলার মতো জায়গায় এখন নেই বিসিসিআই। আর শ্রীলংকার পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনও প্রস্তাবও আসেনি। ফলে আইপিএল নিয়ে কোনও আলোচনাই হয়নি। আমরা এখন আইপিএল নিয়ে কিছুই ভাবছি না।’
উপমহাদেশের মধ্যে শ্রীলংকাতে এখন করোনাভাইরাসের পরিস্থিতি অনেকটাই ভালো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৩৮ জন। মারা গেছেন মাত্র ৭ জন। নিজেদের পরিস্থিতি ভালো হওয়ায় আইপিএল আয়োজনে আগ্রহ দেখায় শ্রীলংকা।
বাসস/এএমটি/১০০৫/স্বব