বাসস ক্রীড়া-১ : টি-২০ বিশ্বকাপ এক বছর পেছাতে বললেন ক্যাটিচ

258

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ক্যাটিচ
টি-২০ বিশ্বকাপ এক বছর পেছাতে বললেন ক্যাটিচ
সিডনি, ১৮ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে অনিশ্চিত পুরো বিশ্ব। সকলের মনের মধ্যেই শঙ্কা-ভয়। ভবিষ্যত নিয়ে কেউই কিছ্ ুবলতে পারছে না। এই পরিস্থিতিতে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা শুরু হয়ে গেছে ক্রিকেট মহলে। আগামী টি-২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কিত সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ওপেনার সাইমন ক্যাটিচ বলেছেন এক বছর পেছানো হোক টি-২০ বিশ্বকাপ।
ক্যাটিচ বলেন, ‘পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে ভালো কোন লক্ষণ দেখা যাচ্ছে না। আইপিএলও স্থগিত হয়ে গেল। বিশ্বের আরও অনেক দেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই এভাবে চলতে থাকলে, টি-২০ বিশ্বকাপের উপর প্রভাব পড়বে। বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনই শঙ্কা বাড়ছে। দ্রুত সমাধান না হলেও, বিশ্বকাপও বাঁধাগ্রস্ত হবে। যদি তাই হয়, তবে বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয়া উচিত।’
যদি বিশ্বকাপ পিছিয়ে দেয়া হয়, কবে নাগাদ হতে পারে সেটিও বলে দিয়েছেন ক্যাটিচ, ‘যেভাবে নারীদের টি-২০ বিশ্বকাপ হয়েছে, সেভাবে গ্রীষ্মের পরে হতে পারে। তবে আইসিসি ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্বান্ত নেবে। এফটিপি-তে পরিবর্তন সম্ভব কি না, সেটিও দেখতে হবে। সকলের কাছে টি-২০ বিশ্বকাপ আয়োজনই এখন গুরুত্ব পাচ্ছে। তবে আমি চাইছি, এই পরিস্থিতির কারনে অস্ট্রেলিয়ার গ্রীষ্মে যাতে বিশ্বকাপ হয়।’
বাসস/এএমটি/১০০০/স্বব