বাসস দেশ-১৯ : বেনাপোল সীমান্ত দিয়ে আজ ৯৭ জন বাংলাদেশী দেশে ফিরেছেন

401

বাসস দেশ-১৯
কোলকাতা- যাত্রী
বেনাপোল সীমান্ত দিয়ে আজ ৯৭ জন বাংলাদেশী দেশে ফিরেছেন
কোলকাতা, ১৭ এপ্রিল, ২০২০ (বাসস) : বেনাপোল সিমান্ত দিয়ে ৯৭ জন বাংলাদেশী যাত্রী আজ দেশে ফিরেছেন। এদের মধ্যে ক্যান্সার আক্রান্ত রোগী ছিলেন সাতজন।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের কাজ শেষ করে তারা বেনাপোল পৌঁছান। সেখান থেকে ৯০ জনকে কর্তৃপক্ষ ঝিকরগাছার কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেয়। ক্যান্সার সাত রোগীকে যশোর জেলা হাসপাতলে পাঠানো হয়।
কোলকাতা উপ-হাইকমিশনের মুখপাত্র মো. বশির উদ্দিন এই তথ্য জানিয়ে বাসস-কে বলেন আগামী ২০ এপ্রিল থেকে ভারতে আটকে পরা আরো বাংলাদেশীদের বিশেষ বিমানে তাদের ফিরিয়ে নেয়ার কাজ শুরুƒ হবে।
বাংলাদেশের বিমান সংস্থা ‘ইউ এস বাংলা’র বরাত দিয়ে মো: বশির উদ্দিন জানান, ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬ দিনে বিভিন্ন ধাপে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের ফিরিয়ে নেয়া হবে।
এ জন্য ইউ এস বাংলা বিমান কর্তৃপক্ষ ৬ দিনের একটি সুচিও চুড়ান্ত করেছে। এই বিশেষ বিমান শুধু চেন্নাই এবং কোলকাতা বিমানবন্দর থেকেই ছাড়বে।
বাসস/ডিএম/কেসি/২১৩৮/স্বব