বাসস ক্রীড়া-১১ : এফটিপি নিয়ে নতুনভাবে চিন্তা করতে আইসিসির প্রতি আহ্বান বিগ থ্রি’র

206

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-আইসিসি
এফটিপি নিয়ে নতুনভাবে চিন্তা করতে আইসিসির প্রতি আহ্বান বিগ থ্রি’র
দুবাই, ১৭ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে এলোমেলো হয়ে গেছে স্বাভাবিক জীবনযাপন। বিশ্ব ক্রীড়াঙ্গনও এলোমেলো। সকল সূচি ওলট-পালট হয়ে গেছে। স্থগিত হয়েছে অনেকগুলো সিরিজ ও টুর্নামেন্ট। হুমকির মুখে ভবিষ্যতের আরও কিছু সিরিজ ও টুর্নামেন্ট। তাই ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসিকে এখনই ফিউচার ট্যুর প্রোগ্রাম(এফটিপি) নিয়ে ভাবার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো। ভবিষ্যতের সূচি নিয়ে কিভাবে কাজ করা যায় সেটির ব্যাপারে চিন্তা-ভাবনার আহ্বানও জানিয়েছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ক্রিকেটের তিন মোড়ল(বিগ থ্রি) ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এফটিপি নিয়ে আইসিসিকে ভাবতে বলেছে। নতুন করে সফর সূচি তৈরি করার আহ্বানও জানিয়েছে তারা।’
বেশ কয়েক মাস আগে আইসিসি ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপের সাথে টেস্ট চ্যাম্পিয়নশীপ ও ওয়ানডে লিগের সাথে আরও বেশি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ঘোষনা দেয়। ঐ প্রতিবেদনে আরও বলা হয়, তিন মোড়ল ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন সূচি করতে বলেছে।
টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইর এক কর্মকর্তা জানান, ‘আইসিসির সাথে এ বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হয়নি।’
নতুন সূচি করতে গিয়ে যেন কোন দ্বিপাক্ষীক সিরিজ বাতিল না হয়, সেটির দিকেও আইসিসিকে নজর রাখতে বলেছে তিন মোড়ল।
বিসিসিআইর ঐ কর্মকর্তা জানান, ‘ভবিষ্যৎ সূচি নতুন করে সাজাতে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজগুলো যেন বাতিল না হয় সেদিকে আইসিসিকে কড়া নজর দিতে বলা হয়েছে। কারন এই দ্বিপাক্ষিক সিরিজগুলো সকল বোর্ডের আয়ের বড় উৎস।’
বাসস/এএমটি/১৯২৫/স্বব