বাসস ক্রীড়া-৮ : করোনাভাইরাস কেড়ে নিল বিশ্বকাপ জয়ী হান্টারের প্রাণ

213

বাসস ক্রীড়া-৮
ফুটবল-মৃত্যু
করোনাভাইরাস কেড়ে নিল বিশ্বকাপ জয়ী হান্টারের প্রাণ
লন্ডন, ১৭ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে মারা গেলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব লিডস ইউনাইটেডের নরমান হান্টার। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয় করা এ ফুটবল কিংবদন্তীর বয়স হয়েছিল ৭৬ বছর।
হান্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে লিডস ইউনাইটেড। সাবেক এ কিংবদন্তী খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়ে ক্লাবটি জানায়, ‘হান্টারের মৃত্যুতে আমরা শোকাহত। হান্টারের অবদান কখনও অস্বীকার করার মত নয়। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও তার বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ এপ্রিল হাসপাতালে ভর্তি হন হান্টার। এরপর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাসের কাছে হার মানলেন সাবেক এই ইংলিশ ডিফেন্ডার। এক সপ্তাহ করোনাভাইরাসের সাথে যুদ্ধ শেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
ক্যারিয়ারের ১৫ বছর লিডসের জার্সিতে ৭২৬টি ম্যাচ খেলেছেন হান্টার। দু’টি লিগ শিরোপাও জিতেছেন। ১৯৭৫ সালে লিডসের ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে ঐ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারে তার দল।
১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন হান্টার। গোল করেছেন ২টি।
এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড।
বাসস/এএমটি/১৭৫৫/-স্বব