বাসস ক্রীড়া-৭ : পরিচালক পদে স্থায়ী হলেন স্মিথ

221

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-স্মিথ
পরিচালক পদে স্থায়ী হলেন স্মিথ
ডারবান, ১৭ এপ্রিল ২০২০ (বাসস) : দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক পদে স্থায়ী হলেন দেশটির সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক পদে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব নিয়েছিলেন স্মিথ। প্রাথমিকভাবে স্মিথের সাথে তিন মাসের চুক্তি করেছিলো বোর্ড।
আইপিএলের সাথে ধারাভাষ্যের চুক্তি থাকায় স্মিথকে তিন মাসের জন্য দায়িত্ব দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে বলা হয়েছিলো, আইপিএল শেষে মে মাসে স্মিথের সাথে আলোচনায় বসবে বোর্ড। এখন আইপিএল স্থগিত হয়ে যাওয়ায়, স্মিথের সাথে আলোচনায় বসে বোর্ড।
আলোচনা শেষে স্মিথকে স্থায়ীভাবেই ক্রিকেট পরিচালকের দায়িত্ব দিলো সেদেশের বোর্ড। দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকবেন স্মিথ।
দায়িত্ব পেয়ে স্মিথ বলেন, ‘আমি আগেও বলেছি, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সাহায্য করতে চাই। আমার এখন ভালো সুযোগ এসেছে। দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো। যা খেলোয়াড়ি জীবনেও করেছিলাম।
বাসস/এএমটি/১৭৫০/স্বব