বাসস বিদেশ-৪ : করোনা সংকটে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

132

বাসস বিদেশ-৪
ব্রাজিল-স্বাস্থ্যমন্ত্রী-বরখাস্ত
করোনা সংকটে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত
ব্রাসিলিয়া, ১৭ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুইজ হেনরিক মান্দেতা বলেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলার পদক্ষেপ নিয়ে প্রসিডেন্টের সঙ্গে কয়েক সপ্তাহের মতপার্থক্যের পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো তাকে বরখাস্ত করেছেন।
রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে বোলসোনারোর সঙ্গে বৈঠকের পরপরই মান্দেতা টুইটারে এই ঘোষণা দেন।
করোনাভাইরাস সংকটের শুরুর পর থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটে। করোনাভাইরাস ছড়িয়ে পরা ঠেকানোর উপায় হিসেবে মান্দেতা আইসোলেশনের ওপর জোর দিয়ে আসছেন, আর বোলসোনারো বারবার এটিকে অতিরিক্ত বাড়াবাড়ি হিসেবে দেখে আসছেন। কয়েক দিন ধরে প্রেসিডেন্ট ও স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে বিরোধের জের ধরে এই প্রত্যাশিত ঘোষণা আসলো।
স্বাস্থ্যমন্ত্রীর বরখাস্তের প্রতিবাদে বিভিন্ন শহরে লোকরা হাঁড়ি ও কলসিতে শব্দ করে রাস্তায় বিক্ষোভে অংশ নেয়।
দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটির জনসংখ্যা ২১কোটি। দেশটিতে করোনাভাইরাসে প্রায় ২হাজার লোকের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশী।
বাসস/এএফপি/অনু-এমএবি/১২৪৫/-আসাচৌ