বাসস দেশ-২৬ : বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

412

বাসস দেশ-২৬
বিদ্যুৎ-সেবা
বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২০ (বাসস) : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যে কোনো পরিস্থিতিতেই গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখা হবে।
নিজের বারিধারার বাসভবন থেকে আজ বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারীতেও সারা দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নির্বিঘ্নে সরবরাহ করা হচ্ছে। আগামীতে আরও পেশাদারিত্বের সাথে এ কাজ সম্পন্ন করা হবে।’
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বাসস/সবি/এমএসএইচ/২১১৫/-স্বব