বাসস ক্রীড়া-১০ : খেলোয়াড়দের ৪০ শতাংশ বেতন কর্তন করবে লিসবন

119

বাসস ক্রীড়া-১০
ফুটবল-লিসবন
খেলোয়াড়দের ৪০ শতাংশ বেতন কর্তন করবে লিসবন
লিসবন, ১৬ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে বিশ্বের সকল দেশের খেলাধুলাই বন্ধ। যে কারণে বিভিন্ন দেশের বোর্ড বা ফেডারেশনগুলোর আয়ের পথ বন্ধ। তাই কর্মচারীদের ছাটাইও করছে অনেকে। আবার অনেকে খেলোয়াড়দের বেতন কেটে কর্মচারীদের স্বচ্ছল রাখার চেষ্টা করে যাচ্ছে। এবার তেমনই এক পদক্ষেপ নিলো পর্তুগালের ফুটবল ক্লাব স্পোটিং লিসবন।
নিজ ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের বেতনের ৪০ শতাংশ কাটার সিদ্বান্ত নিয়েছে স্পোটিং লিসবন। এক বিবৃতিতে তারা জানায়, ক্লাবের কর্মচারীদের বেতন অব্যাহত রাখতে খেলোয়াড় ও স্টাফদের বেতনের ৪০ শতাংশ বেতন কর্তন করা হবে। এছাড়া বোর্ড পরিচালকদের ৫০ শতাংশ কর্তন করা হবে।
ইতোমধ্যে ক্লাবের ৯৫ শতাংশ কর্মচারীকে অস্থায়ীদেরভাবে সাসপেন্ড বা তাদের কাজের সময়সীমা কমিয়ে দিয়েছে স্পোটিং লিসবন কর্তৃপক্ষ।
বাসস/এএমটি/১৮২৭/স্বব