বাসস দেশ-১৪ : সাড়ে ১২শ’ পরিবহন শ্রমিকের মাঝে পরিবেশ মন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

119

বাসস দেশ-১৪
পরিবহন শ্রমিক-খাদ্য
সাড়ে ১২শ’ পরিবহন শ্রমিকের মাঝে পরিবেশ মন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২০ (বাসস) : বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে কর্মহীন সাড়ে ১২শ’ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
ব্যক্তিগত উদ্যোগে তিনি আজ তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে বড়লেখা উপজেলার ৮শ’ জন এবং জুড়ী উপজেলার ৪৫০ জন পরিবহন শ্রমিকের বাড়িতে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়। এসময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল প্রদান করা হয়।
এ সময় পরিবেশ মন্ত্রী এলাকার মানুষকে অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার পরামর্শ দেন।
এর আগেও তিনি ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনী এলাকার ১৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
বাসস/সবি/এমএসএইচ/১৭৩৫/স্বব